Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশেই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা । শান্তিগঞ্জ বাজারের নিকটবর্তী স্থানে উপজেলা পরিষদ অবস্থিত। 

স্থল পথে

সড়ক পথে ঢাকা হতে সুনামগঞ্জের দূরত্ব ২৯৬ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার; এখানে রেল যোগাযোগ নেই বিধায়, প্রথমে সিলেট এসে তারপর সুনামগঞ্জ আসতে হয়।

সড়কপথ

ঢাকার সায়েদাবাদফকিরাপুল ও মহাখালী বাস স্টেশন থেকে সুনামগঞ্জে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘন্টা। ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে মামুন, শ্যামলী, এনা, নূর, একতা, সাউদিয়া, নিউ লাইন, মিতালী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ঘন্টায়। এছাড়াও বিআরটিসি (কুমিল্লা হতে), নাসিরাবাদ (ময়মনসিংহ হতে) পরিবহণ কোম্পানীর বাসে আসা যায়।

  • মামুন পরিবহনঃ ☎ ০৮৭১-৬১১৬৭ (সুনামগঞ্জ), ০১৭১৮-৪৩৮ ৭৩২ (ফকিরাপুল), ০১৭১১-৩৩৭ ৮৫১ (সায়েদাবাদ);
  • এনা পরিবহনঃ মোবাইল: ০১৭৭৬-১৯১ ৪১৮;
  • শ্যামলী পরিবহনঃ ☎ ০৮৭১-৬১৪৯৮ (সুনামগঞ্জ), ০১৭১৪-৫৩৭ ৯১৬ (গাবতলী)।
  • ঢাকা-সুনামগঞ্জ রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
    • এসি বাসে - ৯০০/- এবং
    • নন-এসি বাসে - ৫৫০/-।